মাঝেমধ্যে সাকিব আল হাসান নিজেই দ্বিধায় থাকেন, তিনি আসলে কোথায় বেশি যুক্ত, ক্রিকেটে না কি ব্যবসা সহ অন্য খাতে। তবে দুটোই সমানতালে চালিয়ে যেতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। বিভিন্ন ব্যবসায় আগেই নাম লিখিয়েছেন সাকিব। এবার স্বাস্থ্যসেবা খাতে নামছেন তিনি।
শুক্রবার (৪ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব। করোনাকালে রোগীরা ঠিকভাবে চিকিৎসা পেতে হিমশিম খাচ্ছে। সেই ধারণা থেকেই প্রতিষ্ঠিত হয় ডিজিটাল স্বাস্থ্যসেবার ধারণাটি এবং তারপরই যাত্রা শুরু সাকিব সেভেন্টি ফাইভ হেলথ কেয়ারের।
বিস্তারিত জেনে নিন এখান থেকে – Shakib 75 Healthcare
সাকিব জানিয়েছেন, সব স্বাস্থ্যসেবার সমাধান নিয়ে আসছেন তারা। মানসম্মত ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় কী কী সেবা প্রদান করা হবে, সেটারও ধারণা দেওয়া হয়েছে।
সাকিব সেভেন্টি ফাইভ হেলথ কেয়ারের মাধ্যমে বাসায় বসেই রেজিস্টার্ড ডাক্তার থেকে সব স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ নেওয়া যাবে। বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যে কোনো টেস্টে বিশেষ ডিসকাউন্ট, বাসায় বসে করোনা টেস্ট স্যাম্পল কালেকশন, বাসায় বসে ডায়াগনস্টিক সেবা সহ আরও অনেক ধরনের সেবা থাকছে।