গুণোত্তর ধারা কাকে বলে?
কোনো ধারার যেকোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে অর্থাৎ, যেকোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে, সে ধারাটিকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ = a, সাধারণ অনুপাত = r হলে, n তম পদ (সাধারণ পদ) = arn-1।