Cricket

নতুন বিশ্বরেকর্ড ও এলিট ক্লাবে সাকিব

1 min read

সাকিব আল হাসান খেলতে নামেন যেন কেবল রেকর্ড গড়ার জন্য। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি কোনো না কোনো মাইলফলক বা রেকর্ড স্পর্শ করেন। বৃহস্পতিবার (৩ মার্চ) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও নতুন একটি বিশ্বরেকর্ড এবং বোলারদের এক এলিট ক্লাবে প্রবেশ করেছেন সাকিব।

এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিংয়ে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড ছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদির। তিনি ৮৩০টি ডট বল দিয়েছেন। বৃহস্পতিবারের ম্যাচে ডট বল দিয়েছেন ১৮টি। এর মধ্য দিয়ে আফ্রিদিকে টপকে শীর্ষস্থানে উঠে এসেছেন বাংলাদেশি পোস্টার বয়। তার ডট বল সংখ্যা এখন ৮৩৯টি।

এই তালিকায় ৭৯১টি ডট বল নিয়ে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। চতুর্থ স্থানে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৭১৩) এবং পঞ্চম স্থানে আফগানিস্তানের মোহাম্মদ নবি (৬২৭টি)।

এর বাইরে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেটে ৪০০ উইকেটশিকারি বোলারদের এলিট ক্লাবে প্রবেশ করেছেন সাকিব। ৪০১টি উইকেট নিয়ে তিনি এখন এ তালিকায় নবম স্থানে আছেন।

এই ক্লাবে সবার ওপরে মুত্তিয়া মুরালিধরন (৫৪৭ উইকেট)। পরের অবস্থানে আছেন যথাক্রমে ওয়াসিম আকরাম (৫০২), শহিদ আফ্রিদি (৪৯৩), লাসিথ মালিঙ্গা (৪৪৫), ওয়াকার ইউনিস (৪১৬), শন পোলক (৪০৮), ব্রেট লি (৪০৮) ও চামিন্দা ভাস (৪০৬)।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x