বৃত্তীয় গতি কাকে বলে? সুষম ও অসম বৃত্তীয় গতি কাকে বলে?

বৃত্তীয় গতি কাকে বলে?
কোনো বস্তু বা কণা কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তপথে আবর্তিত হলে এর গতিকে বৃত্তীয় গতি (Circular motion) বলে।

বৃত্তীয় গতির উদাহরণের মধ্যে আছে: একটি কৃত্রিম উপগ্রহের স্থির উচ্চতায় পৃথিবী প্রদক্ষিণ, একটি ছাদের পাখার ফলকগুলির একটি চক্রকেন্দ্রের চারদিকে ঘোরা, দড়িতে বাঁধা একটি পাথরকে বৃত্তীয় পথে ঘোরানো, একটি গাড়ির দৌড়ের পথে বক্ররেখায় ঘোরা, একটি ইলেকট্রনের একটি অভিন্ন চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল থাকা, এবং একটি গিয়ারের একটি যন্ত্রের ভিতরে ঘোরা।

সুষম বৃত্তীয় গতি কাকে বলে?
বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুকণার গতিকে সুষম বৃত্তীয় গতি (Uniform Circular Motion) বলে।

অসম বৃত্তীয় গতি কাকে বলে?
অসম কৌণিক বেগ বিশিষ্ট গতিকে অসম বৃত্তীয় গতি (Non-uniform Motion) বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *