পড়াশোনা

একাধিক বেগের লব্ধি বেগ কাকে বলে?

1 min read

একই সময়ে কোনো বস্তুকণার ওপর একাধিক বেগ ক্রিয়া করলে ক্রিয়াফল একটি নির্দিষ্ট বেগের সমান হয়। ঐ নির্দিষ্ট বেগকে বস্তুকণার ওপর ক্রিয়ারত একাধিক বেগের লব্ধি বেগ বলে। মনে করি, কোনো বস্তু কণার ওপর একই সময়ে, v1, v2, v3 বেগ ক্রিয়ারত। যদি এদের ক্রিয়াফল v বেগের ক্রিয়াফলের সমান হয় তাহলে, লব্ধি বেগ, v = v1 + v2 + v3।

5/5 - (5 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x