ক্যাথেটার কাকে বলে? রেডিওথেরাপি ও কেমোথেরাপি পার্থক্য কি?
বিভিন্ন অপারেশনের আগে বা পরে প্রস্রাব কালেক্ট করার জন্য মূত্র নালিতে প্রবেশকৃত একটি রাবার টিউব যার অগ্রপ্রান্তে ব্যাগ লাগানো থাকে, তাকে ক্যাথেটার বলে।
রেডিওথেরাপি ও কেমোথেরাপি পার্থক্য কি?
রেডিওথেরাপি ও কেমোথেরাপি পার্থক্য নিচে তুলে ধরা হলো–
রেডিওথেরাপি (Radiotherapy)
১. রেডিওথেরাপি হলো ক্যান্সারের আরোগ্য নিয়ন্ত্রণের একটি কৌশল। রেডিওথেরাপির মাধ্যমে শরীরের যে অঙ্গে ক্যান্সার হয়েছে সে অঙ্গের আক্রান্ত কোষগুলো ক্ষতিগ্রস্ত করা হয়। সুস্থ কোষগুলো ক্ষয়পূরণ করতে পারে, কিন্তু আক্রান্ত কোষগুলো ধ্বংস হয়ে যায়।
২. রেডিওথেরাপিতে দুই ধরনের শক্তির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত কোষের DNA ধ্বংস করা হয়।
কেমোথেরাপি (Chemotherapy)
১. কেমোথেরাপি হলো এমন এক ধরনের চিকিৎসা যেখানে বিশেষ রাসায়নিক ওষুধ ব্যবহার করে শরীরের জন্য ক্ষতিকর দ্রুত বিভাজনরত কোষ ধ্বংস করা হয়। এটি ক্যান্সার চিকিৎসায় একটি বহুল ব্যবহৃত পদ্ধতি।
২. কেমোথেরাপিতে ব্যবহৃত রাসায়নিক ঔষুধ কোষ বিভাজনের নির্দিষ্ট ধাপে নির্দিষ্ট সময় জুড়ে প্রয়োগ করা হয়।