জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোন DNA-এর কাঙ্খিত অংশ অন্য জীব কোষে স্থানান্তরের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে জীব তৈরি করা হয় তাকে ট্রান্সজেনিক জীব বলে।
জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. অরীয় প্রতিসম প্রাণী কাকে বলে?
উত্তর : যেসব প্রাণীকে দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যায় তাদেরকে অরীয় প্রতিসম প্রাণী বলে।
প্রশ্ন-২. চিংড়ির রেচন অঙ্গের নাম কি?
উত্তর : চিংড়ির রেচন অঙ্গের নাম হলো অ্যান্টেনাল (বা গ্রীন) গ্ল্যান্ড।
প্রশ্ন-৩. কোন প্রানীকে ডেভিল মাছ বলে?
উত্তর : অক্টোপাসকে ডেবিল মাছ বলা হয়।
প্রশ্ন-৪. ইন্টারফেরন কি?
উত্তর : ইন্টারফেরন হচ্ছে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা।
প্রশ্ন-৫. অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে?
উত্তর : F1 জনুতে প্রকট জিন তার বৈশিষ্ট্যকে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে না পারায় নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হওয়াকে অসম্পূর্ণ প্রকটতা বলে।
প্রশ্ন-৬. অস্থিভঙ্গ কত ধরনের?
উত্তর : অস্থিভঙ্গ তিন ধরনের হতে পারে – সাধারণ, যৌগিক ও জটিল।
প্রশ্ন-৭. বায়ুথলির কাজ কি?
উত্তর : বায়ুথলির কাজ হচ্ছে – ভারসাম্য রক্ষা, শ্বসন, দেহ চাপের সমতা রক্ষা, শব্দ গ্রহণ, শব্দ উৎপাদন, খাদ্য অনুসন্ধান ও আত্মরক্ষা করা ইত্যাদি।
প্রশ্ন-৮. সরল পত্র কী?
উত্তর : যে পত্রে বৃন্তের উপরে একটি মাত্র পত্রফলক থাকে তাই সরল পত্র।