মধ্যচ্ছদা কাকে বলে? মধ্যচ্ছদা কীভাবে শ্বসনে সাহায্য করে?
যে মাংসপেশি বক্ষগহ্বর ও উদর গহ্বরকে আলাদা করে রাখে তাকে মধ্যচ্ছদা বলে।
এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে। তখন বক্ষগহ্বরের আয়তন বাড়ে। আবার এটা যখন প্রসারিত হয় তখন উপরের দিকে উঠে এবং বক্ষগহ্বর সংকুচিত হয়। মধ্যচ্ছদা সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ সম্পাদন করে। এভাবে মধ্যচ্ছদা শ্বসন প্রক্রিয়ায় সহায়তা করে।