ছেলের মৃত্যুর ১ঘন্টার মাথায় শোক সহ্য না করতে পেরে বিলাপ করতে-করতে মৃত্যু হয়েছে মায়ের। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধার মানিক গ্রামে এ ঘটনা ঘটে। ছেলে অমল রায় (৪৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আজ (৩ মার্চ) সকাল সাড়ে ৬টায় মারা যান।
উঠানে ছেলের লাশের পাশে বসে অঝরে কাঁদতে-কাঁদতে সাড়ে ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা শোভা রায় (৮০)। মৃত অমল রায় উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত ননী গোপাল রায়ের ছেলে। মৃত অমল রায় বিবাহিত এবং দুই সন্তানের জনক।
জানা গেছে, অমল রায় ও তার ভাই বিমল রায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারে নিজেদের বাইসাইকেলের দোকানে কাজ করতেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। পরিবারের দুই সদস্যের বিদায়ে শোকের মাতম বইছে স্বজনদের মাঝে।