নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। কারণ এটি জীবকোষের যাবতীয় কার্যাবলি যেমন- পুষ্টি, বিপাক, বৃদ্ধি, রেচন, জনন, বংশগতি প্রভৃতি নিয়ন্ত্রণ করে। এর মধ্যে অবস্থিত ক্রোমাটিন জালিকা বিভিন্ন প্রকার প্রোটিন, এনজাইম, কো-এনজাইম, হরমোন প্রভৃতি সংশ্লেষ করে এবং জীবকোষের বিভিন্ন প্রাণ-রাসয়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। সুতরাং নিউক্লিয়াস ব্যতীত কোষের যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণের অভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো স্থবির হয়ে কোষের মৃত্যু ঘটবে। আর এ কারণেই নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়।
Offcanvas menu