পড়াশোনা

পেরিটেন্ডিয়াম কি? জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মধ্যে পার্থক্য লিখ।

0 min read

টেনডন এর তন্তুগুলো গুচ্ছাকারে ও পরস্পর সমান্তরালভাবে বিন্যাস্ত থাকে। অনেকগুলো তন্তু একত্রে আঁটি বা বান্ডেল তৈরি করে। এ আঁটিগুলো একত্রে দলবদ্ধ হয়ে তৈরি করে আঁটিগুচ্ছ যা তন্তুময় টিস্যুগুচ্ছ যা অ্যারিওলার টিস্যু দ্বারা বেষ্টিত হয়ে বড় আঁটিতে পরিণত হয়, একে পেরিটেন্ডিয়াম বলে।

জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মধ্যে পার্থক্য লিখ।
জাইলেম টিস্যু মূলরোম হতে পানি ও খনিজ লবণ পাতায় পরিবহন করে, অপরদিকে, ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুত করা খাদ্য সমস্ত দেহে পৌঁছে দেয়। জাইলেম টিস্যু ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার নিয়ে গঠিত, কিন্তু ফ্লোয়েম টিস্যু সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার নিয়ে গঠিত।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x