ঝিনাইদহে ওয়াজ মাহফিল দেখতে গিয়ে তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে মো. হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২ মার্চ) রাতে সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হুসাইন ঝিনাইদহ শহরের হামদহ শান্তি নগরপাড়ার মনিরুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, বুধবার রাতে বন্ধুরা মিলে সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের মাঠে ওয়াজ মাহফিল শুনতে যায়। সেখানে মেলার মাঠে ঘুরতে গিয়ে জিহাদ নামে এক কিশোরের সাথে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়।
পুলিশ সুপার আরও জানান, মাহফিল থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল তারা। এ সময় জিহাদসহ ১০ থেকে ১৫ জন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। তারা ছুরিকাঘাত করে তিন জনকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে হুসাইন ও জুলফিকারের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিরার ভোররাতে হুসাইন মারা যায়। অপর বন্ধু আহত ফিরোজ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।