জিন ব্যাংক বা জিন লাইব্রেরি কি? What is Gene bank or gene library in Bangla?

জিন ব্যাংক বা জিন লাইব্রেরি (Gene bank or gene library) হলো একটি জীবের সকল জিনের ক্লোন। এক্ষেত্রে জিনোমিক DNA কে Restriction এনজাইম দ্বারা কেটে খণ্ড খণ্ড অংশে পরিণত করে ক্লোনিং ভেক্টরে প্রবেশ করানো হয় এবং কাইমেরিক মলিকুল এর একটি পপুলেশন তৈরি করা হয়। কোনো জিনোম (জীবদেহের মোট জিন এর সেট) এর DNA খণ্ড বা জিন এর ক্লোন এর পুরো সেটকে জিন ব্যাংক বা জিন লাইব্রেরি বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *