সেক্স লিংকড জিন কি? What is Se*x linked gene in Bangla?
সেক্স লিংকড জিন (Se*x linked gene) হলো সেক্স ক্রোমোসোমে অবস্থিত জিন। মানুষের সেক্স ক্রোমোসোমে ৫০টিরও বেশি সেক্সলিংকড জিনের কথা জানা যায়।
সেক্স লিংকড জিনের কারণে মানুষের যেসব সমস্যা দেখা দেয়ঃ
বর্ণান্ধতা : বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে না পারা।
হিমোফিলিয়া : রক্ততঞ্চন অস্বাভাবিক বিলম্বের কারণে ক্ষতস্থান থেকে অবিরাম রক্তক্ষরণ ঘটে। এতে মৃত্যু পর্যন্ত হতে পারে।
এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া : সামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি।
রাতকানা : রাতে কোনো জিনিস স্পষ্ট দেখতে না পাওয়া।
অপটিক অ্যাট্রফি : অপটিক স্নায়ুর ক্ষয়িষ্ণুতা।
জুভেইনাল গ্লুকোমা : অক্ষিগোলকের কাঠিন্য।
হোয়াইট ফোরলক : মাথায় সম্মুখভাগে এক গোছা সাদা চুল।
মায়োপিয়া : দৃষ্টি ক্ষীণতা।
মাসকুলার ডিসট্রপি : পেশি জটিলতা, দশ বছর বয়সেই শিশুর চলনশক্তি হারিয়ে যায়।