বয়ঃসন্ধিকাল থেকে মেয়েদের নির্দিষ্ট সময় পরপর রক্তস্রাব হয় যা মাসিক বা ঋতুস্রাব নামে পরিচিত। সাধারণত ৪০-৫০ বছর বয়স পর্যন্ত মহিলাদের ঋতুস্রাব চক্র চলতে থাকে। এরপর ঋতুস্রাব চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। একেই মেনোপজ (Menopause) বা রজনিবৃত্তিকাল বলে। মূলত এর মাধ্যমে স্ত্রী দেহে গর্ভধারণ ক্ষমতা রহিত হয়।
Offcanvas menu