পোর্শে, বেন্টলিসহ কয়েক হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে পুড়ে যাওয়া একটি মালবাহী জাহাজ পতুর্গালের অ্যাজোরিস দ্বীপপুঞ্জের অদূরে মধ্য আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে। আগুন লাগার প্রায় দুই সপ্তাহ পর মঙ্গলবার জাহাজটি ডুবে যায়।
নিকটবর্তী ফাইয়াল দ্বীপের বন্দর কর্মকর্তা ক্যাপ্টেন জোয়াও মেনজেস ক্যাবেকাস জানিয়েছেন, পানামার পতাকাবাহী জাহাজ ‘ফেলেসিটি এইস’ ডুবে গেছে। তিনি জানান, অগ্নিকাণ্ডে জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়, সেটিকে টাগবোট দিয়ে টেনে বন্দরে আনার চেষ্টা করার সময় সাগরের উত্তাল ঢেউয়ে এটি ডুবে যায়।
তিনি বলেন, ‘টাগবোট দিয়ে টানা শুরু করার পর জাহাজটিতে পানি উঠতে শুরু করে, এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে এটি ডুবে যায়।’ ফেলেসিটি এইস জাহাজটিতে প্রায় ৪ হাজার বিলাসবহুল গাড়ি ছিল। ফক্সফাগেন গ্রুপের তৈরি এসব গাড়ি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ১৬ ফেব্রুয়ারি আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি পৌঁছানোর পর জাহাজটিতে আগুন ধরে যায়। ঐ দিনই জাহাজটিতে থাকা ২২ জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়।
ক্যাবেকাস জানান, জাহাজটি ডুবে আটলান্টিক মহাসাগরের প্রায় সাড়ে ৩ হাজার মিটার নিচে তলদেশে চলে গেছে। এখনো পর্যন্ত এটি থেকে তেল চুইয়ে পড়ার কোনো খবর পাওয়া না গেলেও পানির চাপে এর জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কা আছে বলে জানিয়েছেন তিনি। জাহাজটি ডুবে যাওয়ার কথা নিশ্চিত করেছে ফক্সফাগেন। জাহাজে থাকা গাড়িগুলোর বিমা করা ছিল বলে গত সপ্তাহে জানিয়েছিল তারা। বিমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ঘটনার ফলে ১৫ কোটি ৫০ লাখ ডলার ক্ষতি হতে পারে।