ডিএনএ (DNA) ও আরএনএ (RNA)-এর মধ্যে পার্থক্য কি?

ডিএনএ (DNA) ও আরএনএ (RNA) বংশগতির বস্তু। এদের মধ্যে কিছু পার্থক্য আছে। DNA হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড। অপরদিকে RNA হচ্ছে রাইবোনিউক্লিক এসিড। DNA দুটি পলিনিউক্লিওটাইড শিকল বিশিষ্ট হলেও RNA একটি শিকল বিশিষ্ট। DNA সবসময়ই দ্বিসূত্রক কিন্তু RNA অধিকাংশক্ষেত্রেই একসূত্রক। DNA এর পাইরিমিডিন বেস হচ্ছে সাইটোমিন ও থাইসিন। অন্যদিকে RNA এর পাইরিমিডিন বেস হচ্ছে সাইটোসিন ও ইউরাসিল। DNA নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে কিন্তু RNA তা পারে না।

DNA ও RNA এর মধ্যে পার্থক্য কি?
ডিএনএ (DNA):

  • DNA দুই সূত্রক বিশিষ্ট।
  • শর্করা ডি-অক্সিরাইবোজ জাতীয়।
  • পাইরিমিডিন ক্ষারক সাইটোসিন ও থায়ামিন দ্বারা গঠিত।
  • ক্ষারকগুলো সব সময় হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে।
  • সূত্রকদ্বয় কুন্ডলী পাকিয়ে থাকে।
  • DNA তে কোন প্রকারভেদ নাই।
  • পুরাতন অণু দ্বিগুণের ফলে নতুন অণুর জন্ম হয়।
  • DNA অণু সাধারণত ক্রোমোজোমে অবস্থান করে।
  • সমস্ত DNA এর কাজ প্রায় একই রকম।

আরএনএ (RNA):

  • RNA এক সূত্রক বিশিষ্ট।
  • শর্করা রাইবোজ জাতীয়।
  • পাইরিমিডিন ক্ষারক সাইটোসিন ও ইউরাসিল দ্বারা গঠিত।
  • ক্ষারকগুলো কেবল কুন্ডলিত স্থানে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, অন্যত্র বন্ধনহীন।
  • একটি মাত্র সূত্রক স্থানে স্থানে কুন্ডলিত থাকে।
  • RNA অণু কয়েক প্রকার। যথা: m-RNA, t-RNA, r-RNA, g-RNA.
  • DNA অণুর উপর নতুন RNA অণু সৃষ্টি নির্ভরশীল।
  • সাইটোপ্লাজম, ক্রোমোসোম ও রাইবোসোমে RNA অবস্থান করে।
  • প্রকারভেদে RNA অণুর কাজ বিভিন্ন রকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *