বংশগতি কাকে বলে? সেন্ট্রোজোম এবং সেন্ট্রোমিয়ার এর মধ্যে পার্থক্য লিখ।
যে প্রক্রিয়ায় পিতামাতার আকার, আকৃতি, চেহারা, দেহের গঠন-প্রকৃতি, শরীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে তাদের সন্তান-সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। বংশগতির উপাদান হলো DNA তথা জিন। জিন ক্রোমোজমে অবস্থান করে। পিতা ও মাতার দেহ থেকে জীনগুলো জননকোষে এসে জাইগোটে মিলিত হয় এবং পরিণতিতে সন্তান-সন্ততির বৈশিষ্ট্য প্রকাশ করে।
সেন্ট্রোজোম এবং সেন্ট্রোমিয়ার এর মধ্যে পার্থক্য কি?
সেন্ট্রোজোম হলো সাইটোপ্লাজমীয় বস্তু, কিন্তু সেন্ট্রোমিয়ার হলো নিউক্লিয় বস্তু। সেন্ট্রোজোম একটি পৃথক অঙ্গ, সেন্ট্রোমিয়ার ক্রোমোসোমের অংশ বিশেষ। নিউক্লিয়াসের বাইরে ১টি সেন্ট্রোজোম থাকে, প্রতিটি ক্রোমোসোমের সাথে অন্তত ১টি সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোজোমের গৌন উপাদান হলো প্রোটিন, আর সেন্ট্রোমিয়ারের DNA। সেন্ট্রোজোম উচ্চশ্রেণির উদ্ভিদকোষে থাকে না, সেন্ট্রোমিয়ার সকল উদ্ভিদ ও প্রাণিকোষে থাকে।