পানি পরিশোষণ ও খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য কি?
পানি পরিশোষণ ও খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
পানি পরিশোষণ
১. পানি অণু হিসেবে শোষিত হয়।
২. প্রয়োজনীয় পানির অধিকাংশই নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়।
৩. অধিকাংশ ক্ষেত্রে মূলরোম দ্বারা পানি শোষিত হয়।
৪. পানি পরিশোষণের জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন নেই।
৫. পানি পরিশোষণের জন্য বাহকের প্রয়োজন নেই।
খনিজ লবণ পরিশোষণ
১. খনিজ লবণ আয়ন হিসেবে শোষিত হয়।
২. প্রয়োজনীয় খনিজ লবণের অধিকাংশই সক্রিয়ভাবে শোষিত হয়।
৩. মূলাগ্রের কোষ বিভাজনক্ষম অঞ্চলের নবগঠিত কোষ দ্বারা অধিকাংশ খনিজ লবণ শোষিত হয়।
৪. খনিজ লবণ শোষণের জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন আছে।
৫. খনিজ লবণের আয়ন পরিবহনের জন্য বাহকের প্রয়োজন আছে।