পড়াশোনা
1 min read

স্পর্শ বর্ণ কাকে বলে?

ক থেকে ম পর্যন্ত এই ২৫টি বর্ণ উচ্চারণের সময় জিহ্বা মুখের ভিতরের কোনো না কোনো জায়গায় স্পর্শ করে, তাই এই বর্ণগুলোকে স্পর্শ বর্ণ বলে।

স্পর্শ বর্ণের প্রত্যেকটি ভাগকে কী বলে?
স্পর্শ বর্ণের প্রত্যেকটি ভাগকে এক-একটি বর্গ বলে।

স্পর্শ বর্ণকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
স্পর্শ বর্ণকে ৫ ভাগে ভাগ করা যায়। যথাঃ

  • ক-বর্গ : ক, খ, গ, ঘ, ঙ
  • চ-বর্গ : চ, ছ, জ, ঝ, ঞ
  • ট-বর্গ : ট, ঠ, ড, ঢ, ণ
  • ত-বর্গ : ত, থ, দ, ধ, ন
  • প-বর্গ : প, ফ, ব, ভ, ম
5/5 - (1 vote)