জবা ফুলকে লাল দেখায় কেন?
উদ্ভিদের সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য বর্ণের জন্য দায়ী হলো ক্রোমোপ্লাস্ট। আমরা প্রকৃতিতে যে বিভিন্ন বর্ণের ফুল দেখতে পাই তা প্রকৃতপক্ষে ক্রোমোপ্লাস্টেরই বিভিন্ন মাত্রার উপস্থিতি। ক্রোমোপ্লাস্টের মধ্যে রয়েছে ক্যারোটিন এবং জ্যান্থোফিল। লাল বর্ণের জন্য ক্যারোটিন দায়ী। জবা ফুলের পাপড়িতে লাল বর্ণের জন্য দায়ী বৰ্ণ কণিকা ক্যারোটিন অধিক মাত্রায় থাকার কারণেই জবা ফুলকে লাল দেখায়।