ক্রেবস চক্র কি?

ক্রেবস চক্র সবাত শ্বসনের একটি ধাপ, যা সম্পন্ন হয় কোষের মাইটোকন্ড্রিয়াতে। ইংরেজ প্রাণরসায়নবিদ Sir Hans Krebs এ চক্রটি আবিষ্কার করেন বলে একে ক্রেবস চক্র বলা হয়। এ চক্রে ২ কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল Co-A জারিত হয়ে দুই অণু CO2 উৎপন্ন হয়।

CO2 ছাড়াও এ চক্রে এক অণু অ্যাসিটাইল Co-A থেকে তিন অণু NADH+H+, এক অণু FADH2 এবং এক অণু GTP উৎপন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *