প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিস কাকে বলে?
প্লাজমোলাইসিস : একটি সজীব উদ্ভিদ কোষকে অতিসারক দ্রবণে রাখলে কোষের ভেতরে থেকে জল বহিঃ অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে আসে। ফলে কোষের প্রোটোপ্লাজম সংকুচিত হয় এবং কোষ পর্দা ও কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে আসে। কোষের এই অবস্থাকে প্লাজমোলাইসিস বলে।
ডিপ্লাজমোলাইসিস : প্লাজমোলাইসিস কোষকে লঘুসারক দ্রবণে রাখলে অন্তঃ অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে থেকে জল কোষের মধ্যে প্রবেশ করে। ফলে কোষটি রসস্ফীতি হয় এবং প্রোটোপ্লাজম আবার আগের মতো কোষ প্রাচীর এর সঙ্গে যুক্ত হয়। কোষের এই অবস্থাকে ডিপ্লাজমোলাইসিস বলে।