কশেরুকা কি? আদর্শ কশেরুকার গঠন।

কশেরুকা হচ্ছে মানবদেহের মেরুদন্ডের অংশবিশেষ। কশেরুকা অস্থি এবং হায়ালিন তরুনাস্থি মিলে গঠিত জটিল কাঠামো যা প্রজাতিভেদে কিছুটা ভিন্ন হতে পারে। মানবদেহে সর্বমোট ৩৩ টি কাশেরুকা থাকে। কশেরুকার বড় অংশটিকে দেহ বলে এবং এর মধ্যের অংশকে সেন্ট্রাম বলে।

আদর্শ কশেরুকা
আদর্শ কশেরুকা সকল কশেরুকার মৌলিক গড়নের উপর প্রতিষ্ঠিত কশেরুকা। মানুষের মধ্য-বক্ষদেশীয় ৪টি কশেরুকা (৩য়-৬ষ্ঠ) হলো আদর্শ কশেরুকা। যাদের প্রত্যেকটির গঠন প্রায় একই রকম। এটি সেন্ট্রাম, ট্রান্সভার্স প্রসেস, প্রিজাইগাপোফাইসিস, পোস্টজাইগাপোফাইসিস, নিউরাল নালি, নিউরাল আর্চ, নিউরাল কাঁটা নিয়ে গঠিত।

আদর্শ কশেরুকার গঠন

নিচে মানুষের একটি আদর্শ কশেরুকার বর্ণনা দেওয়া হলো–

১. সেন্ট্রাম (Centrum) বা ভার্টিব্রাল বডি (Vertebral body) : এটি কশেরুকার বৃহত্তম ও সম্মুখস্থ স্থুল অংশ যা দেখতে ডিম্বাকার রডের একটি খন্ডের মতো। আন্তঃকশেরুকীয় চাকতির সাহায্যে সমস্ত কশেরুকার দেহ পরস্পরের সঙ্গে আটকে থাকে। সেন্ট্রাম শক্ত, পুরু ও স্পঞ্জি অস্থিতে গঠিত।

২. আর্চ (Arch) : এটি কশেরুকা-দেহের পৃষ্ঠতলে অবস্থিত রিংয়ের মতো গঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *