স্বরযন্ত্র কাকে বলে? যক্ষ্মা রোগের প্রতিকার ও প্রতিরোধ লিখ।

গলবিল ও শ্বাসনালির সংযোগস্থলের স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ডকে স্বরযন্ত্র বলে।

যক্ষ্মা রোগের প্রতিকার ও প্রতিরোধ লিখ।

যক্ষ্মা রোগের প্রতিকার নিম্নে দেওয়া হলো—

  • রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে।
  • ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

যক্ষ্মা রোগের প্রতিরোধ নিম্নে দেওয়া হলো—

  • যক্ষ্মার প্রতিষেধক টিকা হলো বি.সি.জি.। জন্মের পরপরই যত দ্রুত সম্ভব শিশুকে এ টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
  • যক্ষ্মা রোগীকে সবার থেকে পৃথক রাখতে হবে। সবচেয়ে ভালো ব্যবস্থা হলো তাকে হাসপাতালে পাঠানো। এতে সুচিকিৎসা নিশ্চিত হয়।
  • রোগীর কফ, থুথু ইত্যাদি মাটিতে পুঁতে ফেলতে হবে। কারণ এসবে অসংখ্য জীবাণু থাকে।
  • হাঁচি-কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে।
  • যক্ষ্মা রোগীর কাছে শিশুদেরকে কোনো মতেই যেতে দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *