বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?
সমুদ্র সমতলে ৪৫° অক্ষাংশে 0°C তাপমাত্রায় ৭৬ সেমি উঁচু বিশুদ্ধ ও শুষ্ক পারদস্তম্ভ ১ বর্গ সেমি ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল বা চাপ প্রয়োগ করে তাকে এক বায়ুমণ্ডলীয় চাপ বা আদর্শ বায়ুমণ্ডলীয় চাপ বলে। বায়ুমণ্ডলীয় চাপকে একক ধরে অন্যান্য চাপকে তুলনামূলক বিশ্লেষণ করা হয়।