হিউমাস কি? হিউমাসকে মাটির প্রাণ বলা হয় কেন?

হিউমাস হলো মাটিতে বিদ্যমান জৈব পদার্থ। এটি অ্যামিনো এসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন ও অন্যান্য অ্যারোমেটিক যৌগের সমন্বয়ে গঠিত একটি বিশেষ জটিল পদার্থ। হিউমাস দেখতে কালচে ধরনের। প্রকৃতপক্ষে মৃত গাছপালা ও প্রাণীর দেহাবশেষ থেকে এগুলোর সৃষ্টি হয়।

হিউমাসকে মাটির প্রাণ বলা হয় কেন?

হিউমাসকে মাটির প্রাণ বলার কারণ :

  • মাটির ভৌত গুণাবলির উৎকর্ষ ঘটায়, আঠালো ভাব কমায় এবং পানি ধারণক্ষমতা বৃদ্ধি করে।
  • হিউমাসের উপস্থিতিতে মাটিস্থ অণুজীব, কীটপতঙ্গ, শ্যাওলা, ছত্রাক, ব্যাকটেরিয়া, কেঁচো ইত্যাদি ক্রিয়াশীল হয়।
  • হিউমাস থেকে জৈব এসিড তৈরি হয়, যা মাটিতে বায়ু ও অক্সিজেনের পরিমাণ বাড়ায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *