হিমশৈল কি? (What is Iceberg in Bengali?)
হিমশৈল হলো পরিষ্কার পানির বরফের একটি বৃহৎ টুকরো, যা হিমবাহ বা একটি বরফের বড় তাক ভেঙে গিয়ে তৈরী হয় এবং খোলা পানিতে অবাধে ভেসে বেড়ায়। হিমশৈলের ছোট বিটগুলিকে “গ্রোয়ার” বা “বার্গি বিট” বলা হয়। একটি আইসবার্গের বেশিরভাগ অংশ পানির নিচে থাকে যা “আইসবার্গের ডগা” হিসেবে অভিব্যক্ত করা হয়। এটি পানির উপর থেকে দেখা না যাওয়ায় একে অদৃশ্য অংশ বলে অভিহিত করা হয়।
হিমশৈল পানিতে ভাসে কেন?
পানি একটি তরল পদার্থ, যা জমে গিয়ে বরফে পরিণত হলে আয়তন বা আকারে বেড়ে যায়। কিন্তু এর ওজন বা ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়। হিমশৈল বিশাল আয়তনের বরফ। তাই হিমশৈল পানির চেয়ে হালকা হয়। এ কারণেই হিমশৈলর নয়-দশমাংশ পানিতে ডুবে থাকলেও এক-দশমাংশ ভেসে থাকে। মেরু অঞ্চল ও বৃহৎ পর্বতের উপর থেকে যখন বিশাল বরফখণ্ড সমুদ্রের পানিতে নেমে আসে তখন উক্ত বরফখণ্ড বা হিমশৈল পানিতে ভাসতে থাকে।