টাইম জোন বা সময় অঞ্চল কাকে বলে?
যেসব দেশে দ্রাঘিমার বিস্তার অনেক বেশি (যেমন – রাশিয়া), সেখানে একটি প্রমাণ সময় অনুসারে সমগ্র দেশের কাজকর্ম পরিচালনা করা যায় না। তাই এ অসুবিধা দূর করার জন্য সারা পৃথিবীকে ১৫° বা ১ ঘণ্টা সময়ের ভিত্তিতে ২৪টি (৩৬০ ÷ ১৫ = ২৪) ভাগে ভাগ করা হয়েছে। সময়ের ভিত্তিতে নির্ধারিত এই বিভাগগুলোকেই সময় অঞ্চল বলা হয়। এভাবে রাশিয়াকে ১১টি এবং যুক্তরাষ্ট্রকে ৪টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে।
ভূগোল (Geography) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
১। স্যাফিয়নী কী?
উ: আগ্নেয়গিরি থেকে নির্গত বোরিক অ্যাসিডকে স্যাফিয়নী বলে।
২। চুনাপাথর দিয়ে তৈরী অঞ্চলকে কী বলা হয়?
উ: কাস্ট অঞ্চল।
৩। বিশ্বের উচ্চতম নৌ-পরিবহনযোগ্য হ্রদের নাম কী?
উ: টিটিকাকা।
৪। চিলির গিরিপথের নাম কী?
উ: উসপাল্লাটা।
৫। পঞ্চ পাহাড়ের দেশ” কাকে বলা হয়?
উ: ত্রিপুরাকে।
৬। জলের তলার শব্দ পরিমাপক যন্ত্রের নাম কী?
উ: হাইড্রোফোন।
৭। হিরে উত্তোলনে কোন দেশ পৃথিবীতে সেরা?
উ: জাইরে।
৮। কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উ: তৃতীয়।
৯। “মালনাদ” শব্দের অর্থ কী?
উ: পাহাড়ি দেশ।
১০। কোন মহাদেশের একটি দেশের নাম “চাঁদ”?
উ: আফ্রিকা।
১১। নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত?
উ: গোদাবরী।
১২। শীতকালে মূলত কোন মেঘে বৃষ্টিপাত হয়?
উ: স্ট্র্যাটোকিউমুলাস মেঘে।
১৩। বয়্লাডিলা কী জন্য বিখ্যাত?
উ: লৌহ আকরিক।
১৪। হিমালয় পর্বত কটি ভূ-আন্দোলনের মাধ্যমে গঠিত হয়েছে?
উ: ৩টি।
১৫। মাউন্ট হ্যারিয়ট পর্বতটি কোথায় আছে?
উ: আন্দামান দ্বীপপুঞ্জে।
১৬। যমুনা নদী কোন হিমবাহ থেকে উত্পন্ন হয়েছে?
উ: যমুনেত্রী।
১৭। দাক্ষিনাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উ: আনাইমুদি।
১৮।।ভারতের প্রথম জলবিদ্যুত কেন্দ্রের নাম কী?
উ: দার্জিলিঙ-এর সিদ্রাপং।
১৯। কোন দেশের সহযোগিতায় ভিলাই লৌহ ও ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে?
উ: পশ্চিম জার্মানি।
২০। লাদাখের গড় উচ্চতা কত?
উ: ৫,৩০০ মিটার।
২১। দোদাবেতা ও মাকুর্তি কোন পর্বতে অবস্থিত?
উ: নীলগিরি।
২২। দারিংবাড়ি কোন রাজ্যের বিখ্যাত পার্বত্য শহর?
উ: ওড়িশা।