ছেলের মুখে দাঁড়ি হয় মেয়েদের মুখে দাঁড়ি হয় না কেন?
দাড়ি গজায় টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে। যেই হরমোন মূলত ছেলেদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ি তার মধ্যে দাড়ি উঠাও একটি।
মেয়েদের শরীরেও টেস্টোস্টেরন উৎপন্ন হয় তবে খুবই স্বল্পমাত্রায় তাই এর প্রভাব বুঝা যায় না। কিছু কিছু মেয়ের খুবই হাল্কা মুছ(মুছ না ঠিক, ঠোটের উপর লোম) দেখা যায়, এটিও টেস্টোস্টেরনেরই প্রভাব, হরমোনের পরিমাণ যত বেশি পরিলক্ষিত হয়।
মেয়েরা আবার এসব শুনে অস্থির হবেন না, মেয়েদের শরীরে স্বল্প মাত্রায় টেস্টোস্টেরন উৎপন্ন হওয়াটাই স্বাভাবিক।