গাঁথনি দেওয়ার আগে ইট-কে পানি দিয়ে ভিজিয়ে নেয় কেনো?

প্রথমত , ইট সাধারণত মাটিকে তাপে পুড়িয়ে তৈরি হয়। মাটির মধ্যে জল থাকে এবং সেই জল বাস্পীভূত হয়ে শূন্যস্থানের সৃষ্টি করে। তাই ইটের মধ্যে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছিদ্র রয়ে যায়।

এরজন্য এটি সহজেই বাইরে থেকে জল শোষণ করতে পারে। তাই শুকনো ইটকে যদি সিমেন্টের প্রলেপ দিয়ে বাড়ি বানানো হয় ।

তবে সেটি সিমেন্ট থেকে সব জল শোষণ করে নেবে এবং এরফলে সিমেন্টে দ্রুত ফাটল দেখা যাবে। এই সমস্যা সমাধানের জন্য ইটকে জলে ভিজিয়ে তার সব পিপাসা মিটিয়ে দেওয়া হয় এবং সেটি আর সিমেন্টের জল শোষণ করার জন্য লাফালাফি করে না।

দ্বিতীয়ত , ইটের মধ্যে কিছু ময়লা এবং জলে দ্রবীভূত হয় এমন কিছু যৌগ ( যেমন— ক্যালসিয়াম , সোডিয়াম , পটাশিয়ামের ক্লোরাইড লবণসমূহ ইত্যাদি ) উপস্থিত থাকে। এরফলে ইটকে যদি শুকনো অবস্থায় সিমেন্টের প্রলেপ দেওয়া হয় ।

তবে সেই যৌগগুলো সিমেন্টের জলে দ্রবীভূত হয়ে দেওয়ালের গায়ে সাদা রঙের অধঃক্ষেপ ফেলে। যাকে সাধারণ ভাষায় “ভেঁপো ধরে যাওয়া” বলে। কিন্তু ইটকে ভালো করে জলে ধুয়ে নিলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *