কঙ্কালতন্ত্রের যে অস্থিগুলো দেহের লম্বঅক্ষ বরাবর অবস্থান করে কোমল, নমনীয় ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ঘিরে রাখে এবং দেহকান্ডের অংশগুলো যুক্ত করে অবলম্বন দান করে সেগুলোকে একসাথে অক্ষীয় কঙ্কাল বলে। অক্ষীয় কঙ্কাল করোটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর-এ বিভক্ত।

জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য কোন জিন ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য Protein C জিন স্থানান্তর করা হয়েছে।

প্রশ্ন-২। ভিটামিন ‘এ’-এর কাজ কী কী?
উত্তরঃ ভিটামিন ‘এ’-এর কাজগুলো হলোঃ

  • দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে এবং রক্তের স্বাভাবিক অবস্থা বজায় রাখে।
  • এই ভিটামিন চোখের রোডোপসিন রঞ্জক পদার্থ তৈরিতে সাহায্য করে।
  • কার্বোহাইড্রেট বিপাকে সহায়তা করে।
  • আবরণী কলার অখণ্ডতা রক্ষায় কাজ করে।

প্রশ্ন-৩। বিটা-ক্যারোটিন কী?
উত্তরঃ বিটা-ক্যারোটিন এক ধরনের ভিটামিন-এ।

প্রশ্ন-৪। অঙ্কুরোদগম বলতে কী বোঝায়?
উত্তরঃ বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদগম বলে। যথাযথভাবে অঙ্কুরোদগম হওয়ার জন্য প্রয়োজনীয় পানি, তাপ ও অক্সিজেন প্রয়োজন হয়।

প্রশ্ন-৫। জিন কি?
উত্তরঃ জিন ক্রোমোসোমে অবস্থিত DNA এর একটি অংশ যা একটি কর্মক্ষম পলিপেপটাইড শিকল গঠনের উপযুক্ত বার্তা বহন করে।

প্রশ্ন-৬। শ্বসন পথ কাকে বলে?
উত্তরঃ যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে তা বহির্গত হয় তাকে শ্বসন পথ (Respiratory passage) বলে। সম্মুখ নাসারন্ধ্র থেকে শ্বসন পথের শুরু।

প্রশ্ন-৭। মেডুলা কি?
উত্তরঃ মেডুলা হলো মস্তিষ্কের নিচের অংশ। মেডুলা পনসের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এটি মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে। এ জন্য মস্তিষ্কের এ অংশকে মস্তিষ্কের বোঁটা বলা হয়। হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করতে মেডুলা ভূমিকা পালন করে।

প্রশ্ন-৮। কঙ্কালতন্ত্র কাকে বলে?
উত্তরঃ অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে গঠিত যে অঙ্গতন্ত্র দেহের কাঠামো গঠনের মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, অন্তঃস্থ নরম অঙ্গগুলোকে রক্ষা করে, দেহের ভার বহন করে এবং পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে, তাকে কঙ্কালতন্ত্র বলে।

প্রশ্ন-৯। ফ্রন্ড কাকে বলে?
উত্তরঃ ফার্নের পাতাকে ফ্রন্ড বলে।

প্রশ্ন-১০। সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস এর নাম কী?
উত্তরঃ সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস এর নাম টোবাকো মোজাইক ভাইরাস।

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.