জিন হচ্ছে DNA অণুর নির্দিষ্ট অংশ, যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। জিন সাধারণত ক্রোমোজমের মধ্যে থাকে।
জিনতত্ত্ব বলতে কী বোঝায়?
জিনতত্ত্ব বলতে জীববিজ্ঞানের এমন এক শাখাকে বোঝায়, যেখানে জীবজগতের সাদৃশ্য-বৈসাদৃশ্য, এর বংশানুক্রমিক বৈশিষ্ট্যের সঞ্চারণের প্রকৃতি ও কারণ এবং জেনেটিক বস্তু তথা জিনের রাসায়নিক গঠন, প্রকরণ, মিউটেশন, পরিবেশের সাথে জিনের পারস্পরিক ক্রিয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন বিষয় সম্বন্ধে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়। উইলিয়াম বেটসন ১৯০৬ খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স (Genetics) শব্দটি ব্যবহার করেন।