দিল্লীর রাস্তায় রাস্তায় ঘুরছে ১৫০ টি ইলেকট্রিক বাস, বাসগুলো সাধারণ দিল্লিবাসির দৈনন্দিন চলাফেরার কাজে ব্যবহৃত হচ্ছে।
পরিবেশ বান্ধব সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক বাসগুলোর উল্লেখযোগ্য কয়েকটি ফিচারের মধ্যে একটি প্যনিক বাটন, অর্থাৎ বাস চলাকালীন সময়ে কোন নারী যাত্রী যদি অনিরাপদ বোধ করে তবে সে তাৎক্ষনিক সেই পযানিক বাটন টিপ দিলে সরাসরি দিল্লীর পুলিশ বিভাগের কাছে বার্তা পৌঁছে যাবে। এ ছাড়াও বাসে রয়েছে একাধিক সিসিটিভি
আছে স্টপ বাটন, ভিড়ে ড্রাইভার কিংবা কন্ডাক্টর যাত্রীদের স্টপেজে নামীয়ে না দিলে এই বাটন টিপলে অ্যালার্ম বেজে উঠবে আর বাস থেমে যাবে।
প্রত্যেকটি বাস শীতাতপ নিয়ন্ত্রিত, শব্দ দূষণ মুক্ত, পুরুষ নারী আসন সংখ্যা নির্দিষ্ট, দিনে একবার দুই ঘণ্টা চার্জ দিলে বাসটি অতিক্রম করতে পারবে ১৭০ থেকে ১৭৫ কিমি পথ।
বাণিজ্যিক ভাবে বাসগুলো রাস্তায় নামানোর আগে দুই মাস পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে, যাত্রীদের মতামত নেয়া হয়েছে, সংশোধন করা হয়েছে যাবতীয় ভুল ত্রুটি
এ বছরের ভিতর দিল্লীতে আরও ২০০০ ইলেকট্রিক বাস পথে নামবে।
এত্ত আধুনিক এ বাসের ভাড়া কত জানেন?
মাত্র ১০ রুপি!
এতো অল্প ভাড়া কিন্তু পরিবহন শ্রমিক ও যাত্রী উভয়েই সন্তুষ্ট।
কোথাও কোন পরিবহন শ্রমিক আন্দোলন নেই, পাবলিক জিম্মি করে ভাড়া আদায় হয়নি। ভাড়া নিয়ে গাঞ্জামে জরায়নি ছাত্র বিপ্লব।
বিশাল এ প্রোজেক্ট নিয়ে এক পয়সা দুর্নীতির সংবাদ পাওয়া যায়নি
দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল- ভারতের প্রখ্যাত ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট আই আই টি খড়গপুর থেকে পাশ করা
একজন শিক্ষিত নেতার পরিচয়, স্মার্টলি রাষ্ট্র পরিচালনায়
বদলে যাচ্ছে দিল্লী, বদলে যাচ্ছে একজন নেতার হাত ধরে।