পাটিগণিতের জনক কে?

পাটিগণিতের জনক – আর্যভট্ট।

গণিত (Mathematics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। জোড় সংখ্যা কাকে বলে?
উত্তরঃ যেসব সংখ্যা ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে জোড় সংখ্যা বলে। যেমন: ২, ৪, ৬, ৮, ১০ ইত্যাদি।

প্রশ্ন-২। দুইটি ত্রিভুজ কখন সদৃশকোণী হয়?
উত্তরঃ দুইটি ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটি সদৃশকোণী হয়। প্রকৃতপক্ষে ত্রিভুজ দুইটির তিনটি কোণই পরস্পর সমান।

প্রশ্ন-৩। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
উত্তরঃ ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি।

প্রশ্ন-৪। প্রক্রিয়া প্রতীক বা চিহ্ন কয়টি ও কি কি?
উত্তরঃ প্রক্রিয়া চিহ্ন ৪টি। যথা: +, -, *,  /

প্রশ্ন-৫। অঙ্ক ও সংখ্যা এক নয় কেন?
উত্তরঃ অঙ্ক ও সংখ্যা এক নয়। কারণ, সব অঙ্কই সংখ্যা, কিন্তু সব সংখ্যাই অঙ্ক নয়। যেমন: ০, ১, ২, ৩, ……., ৯ এগুলো প্রত্যেকটি এক একটি অঙ্ক এবং সংখ্যা। কিন্তু ১০ দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা, ৯৯৯ হলো তিন অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা।

প্রশ্ন-৬। বর্গের পরিসীমা কাকে বলে?
উত্তরঃ বর্গের চার বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বর্গের পরিসীমা বলে।

প্রশ্ন-৭। সংখ্যাতত্ত্ব কি?
উত্তরঃ সংখ্যাতত্ত্ব হচ্ছে গণিতের একটি শাখা যেখানে সব রকমের সংখ্যার, বিশেষ করে পূর্ণসংখ্যার ধর্মাবলি, এবং এদের ওপর গবেষণার ফলে প্রাপ্ত সমস্যাবলি আলোচিত হয়।

প্রশ্ন-৮। কাঠা কি?
উত্তরঃ কাঠা হলো ভূমি মাপা কাঠের দন্ড (৪ হাত দীর্ঘ)।

প্রশ্ন-৯। ছটাক কি?
উত্তরঃ ছটাক হচ্ছে সেরের ষোল ভাগের ১ ভাগ।

প্রশ্ন-১০। যোগ ও যোগফল কাকে বলে?
উত্তরঃ দুই বা দুইয়ের অধিক সংখ্যা একত্র করার নিয়মকে যোগ বলে। আর, দুই বা তার অধিক জিনিস বা বস্তু একত্র করলে যে সংখ্যা পাওয়া যায়, তাকে যোগফল বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *