ফিটকিরি এর সংকেত কি?

ফিটকিরির রাসায়নিক সংকেত K₂SO₄.Al₂(SO₄)₃.24H₂O।

রসায়ন বিষয়ের আরও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. জারণ সংখ্যা মানে কী?
উত্তর : যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্বক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে।

প্রশ্ন-২. ন্যাপথলিনে কাবর্ন সংখ্যা কত?
উত্তর : কাবর্ন সংখ্যা দশটি।

প্রশ্ন-৩. আয়োডিনের নিউক্লিয়ন র্সংখ্যা কত?
উত্তর : আয়োডিনের নিউক্লিয়ন সংখ্যা ১২৭ (১২৬.৯০)।

প্রশ্ন-৪. STP এর পূর্ণরূপ কী?
উত্তর : STP এর পূর্ণরূপ হলো- Standard Temperature And Pressure।

প্রশ্ন-৫. ব্লিচিং পাউডারের সংকেত কি?
উত্তর : ব্লিচিং পাউডারের সংকেত হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইট [Ca(OCl)Cl]।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *