সাধারণত আমরা জানি মৃত ব্যাক্তির ময়না তদন্ত করা হয় মৃত্যুর আসল কারণ খুঁজে পাওয়ার জন্য। ময়না তদন্ত করলে মৃত্যুর আসল রহস্য জানা যায় কারণঃ-
ব্লাড, হার্ট এবং বিভিন্ন টিস্যুর অবস্থা থেকে। মৃত্যুর পর অনেকগুলা স্টেপের মধ্য দিয়ে যায় বডি। অই স্টেপ গুলা নির্ধারণ করে মৃত্যুর সময় বলা যায়। এবং বিভিন্ন অর্গানের অবস্থা দেখে মৃত্যুর কারণ বলা যায়।