IUPAC – এর পূর্ণরুপ হচ্ছে International Union of Pure and Applied Chemistry।
রসায়ন বিষয়ের আরও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. প্রতীক কী?
উত্তর : কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্তরূপকে প্রতীক বলে।
প্রশ্ন-২. পরমাণুতে কীভাবে বর্ণালি সৃষ্টি হয়?
উত্তর : ইলেকট্রন উচ্চ শক্তির স্তর থেকে নিম্নশক্তির স্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়।
প্রশ্ন-৩. ম্যাগমা কী?
উত্তর : আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থসমূহের মিশ্রণ বের হয়,সেটি ম্যাগমা।
প্রশ্ন-৪. বাত্যাচুল্লী কী?
উত্তর : আয়রন আকরিক থেকে আয়রন নিষ্কাশনের জন্য লম্বাকৃতির বিশেষ এক চুল্লীকে বার্তাচুল্লী বলা হয়।
প্রশ্ন-৫. অ্যানালার পদার্থ শতকরা কত ভাগ বিশুদ্ধ?
উত্তর : অ্যানালার শতকরা 99%বিশুদ্ধ।