যেসব যৌগের অণুতে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান থাকে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে।
উদাহরণ : বেনজিন (C6H6), পিরিডিন (C5H5N) এবং ফেনল (C6H5OH) ইত্যাদি।
এসব যৌগ সমতলীয় চক্রিয় হয় এবং এতে একান্তর দ্বি-বন্ধনের উপস্থিতি থাকে।
অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য
অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যসমূহ নিচে দেওয়া হলো–
- অ্যারোমেটিক যৌগসমূহ ৫, ৬ বা ৭ সদস্যের সমতলীয় চাক্রিয় যৌগ।
- একান্তর দ্বিবন্ধন থাকে।
- যৌগটি পাই (π) আণবিক অরবিটাল গঠন করে এবং এই (π) আণবিক অরবিটালে (4n + 2) সংখ্যক সঞ্চরণশীল পাই (π) ইলেকট্রন থাকে।
অ্যারোমেটিক যৌগ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
অ্যারোমেটিক যৌগের কয়টি অংশ থাকে?
উত্তরঃ অ্যারোমেটিক যৌগের দুটি অংশ থাকে। যথা– (i) নিউক্লিয়াস ও (ii) পার্শ্ব শিকল।
- নিউক্লিয়াস : বেনজিনজাত অ্যারোমেটিক যৌগে উপস্থিত বেনজিন বলয়কে এর নিউক্লিয়াস বলে।
- পার্শ্ব শিকল : বেনজিনের এক বা একাধিক H পরমাণু অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে বিভিন্ন অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। বেনজিন বলয়ের সাথে যুক্ত এই অ্যালকাইল গ্রুপকে পার্শ্বশিকল বলে।
সাইক্লোহেক্সেন কি অ্যারোমেটিক যৌগ- ব্যাখ্যা করো।
উত্তরঃ সাইক্লোহেক্সেন অ্যারোমেটিক যৌগ নয়। কেননা, সাইক্লোহেক্সেনের কাঠামো বলয়টি শুধু কার্বন পরমাণু দ্বারা গঠিত এবং এদের মধ্যে কোনো দ্বিবন্ধন থাকে না অর্থাৎ সঞ্চারণশীল ইলেকট্রন নেই।
তাই এটি অ্যারোমেটিক যৌগ হতে পারে না। কেননা অ্যারোমেটিক যৌগ হতে হলে কার্বন-কার্বন দ্বিবন্ধন ও (4n + 2) সংখ্যক ইলেকট্রন থাকতে হবে। তাই, সাইক্লোহেক্সেন অ্যারোমেটিক যৌগ নয়।