থার্মোপ্লাস্টিক (Thermoplastic) কাকে বলে? থার্মোপ্লাস্টিকের উদাহরণ

যে সকল পলিমারকে সহজে সম্প্রসারিত, বাঁকানো এবং তাপ প্রয়োগে গলানো যায়, তাদেরকে থার্মোপ্লাস্টিক (Thermoplastic) বলে। এ ধরনের পলিমার শিকলের কার্বনসমূহের মধ্যে দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই শিকলগুলো একটি অপরটির উপর দিয়ে চলাচল করতে করতে পারে।

উদাহরণ : পলিথিন, পলিপ্রোপিন, PVC ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *