বায়োডিজেল কাকে বলে? জ্যামিতিক সমাণুসমূহ কি কি ধর্ম প্রদর্শন করে?
ইথানল বা ইথাইল অ্যালকোহলকে বায়োডিজেল বা বায়োফুয়েল বলে। কারণ শর্করা জাতীয় খাবার থেকে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে ইথানল প্রস্তুত করা হয়। পৃথিবীর অনেক দেশে পেট্রোলিয়ামের ওপর নির্ভরতা কমাবার জন্য এর সাথে ইথানল মিশিয়ে গাড়ি চালানাে হচ্ছে। যেমন- ব্রাজিলে পেট্রোলিয়ামের সাথে 25% ইথানল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
জ্যামিতিক সমাণুসমূহ কি কি ধর্ম প্রদর্শন করে?
জ্যামিতিক সমাণু দুটি একটি হলো সিস্ সমাণু এবং অন্যটি ট্রান্স সমাণু। এ সমাণু দুটি কিছু সাধারণ ধর্ম প্রদর্শন করে। ধর্মসমূহ হলাে-
- ট্রান্স-সমাণুর চেয়ে সিস্-সমাণুর গলনাঙ্ক কম।
- সিস-সমাণুর সুস্থিতি কম (অভ্যন্তরীণ শক্তি বেশি), সেজন্য সিস্ সমাণুর দহন তাপ বেশি।
- ট্রান্স-সমাণুর চেয়ে সিস্ সমাণুর দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক বেশি হয়।