Modal Ad Example
পড়াশোনা

হাকেল নিয়ম কি? What is Huckel’s rule in Bangla?

1 min read

যেসব যৌগের গঠন চেপ্টা বা সমতলীয় বলয়াকারীবিশিষ্ট এবং এ বলয় গঠনকারী পরমাণুসমূহের (4n + 2) সংখ্যক সঞ্চারণশীল π-ইলেকট্রন দ্বারা আণবিক অরবিটাল সৃষ্টি হশ, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। এক্ষেত্রে (4n + 2) সংখ্যক π-ইলেকট্রন; n = 0, 1, 2, 3 ইত্যাদি দ্বারা বেনজিনয়েড বলয় সংখ্যা বা বিষম চাক্রিক বলয় সংখ্যাকে বুঝানো হয়। জৈব যৌগের সমতলীয় বলয়াকার গঠন সঞ্চারণশীল (4n + 2) সংখ্যক π-ইলেকট্রনভিত্তিক অ্যারোমেটিক যৌগের এরূপ সংজ্ঞাকে হাকেল নিয়ম (Huckel’s rule) বলে।

যেমন– বেনজিন অণুতে চক্র সংখ্যা 1। তাই (4n + 2) নিয়মে n = 1বসিয়ে (4 × 1 + 2) = 6 হয়, যা বেনজিন বলয়ে সঞ্চারণশীল π-ইলেকট্রন সংখ্যা বুঝায়। কাজেই হাকেল নিয়ম মতে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ।

2.4/5 - (5 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x