কৃষ্ণবিবর কি? What is Blackhole in Bangla?
Blackhole বা কৃষ্ণবিবর হচ্ছে এই বিশালাকার মহাবিশ্বের এমন একটি বস্তু, যা খুব ঘন সন্নিবিষ্ট এবং অতি ক্ষুদ্র আয়তনবিশিষ্ট। এর ভর অনেক বেশি। ২০০৮ সালে প্রমাণিত হয় যে এটির ভর সূর্য থেকে ৪ মিলিয়ন গুণ বেশি। এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকে তার ভেতর থেকে বের হতে দেয় না। এমনকি আলোও না। নিজের দিকে আসা সকল আলোক রশ্মিকে শুষে নেয় বলে এটির নামকরণ করা হয়েছে Blackhole।