র্যাবের মানবিকতা ❤️
গ্যালারিতে বসে খেলা দেখতে পথ শিশুটির কান্না, অতঃপর
জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ চলছিলো, আর স্টেডিয়ামের বাইরে খেলা দেখার জন্য কান্না করছিলো ছয় বছর বয়সী পথশিশু পারভেজ। স্টেডিয়ামের ভিতরে গিয়ে সাকিব তামিমের খেলা দেখবে। কিন্তু তার টিকিট কেনার সামর্থ নাই। সে স্টেডিয়ামে ঢুকতে চায়। মাঠে গিয়ে সে সাকিব তামিম তাসকিন মুশফিককে দেখতে চায়। এই দৃশ্যটি নজর কারে স্টেডিয়ামের বাইরে র্যাব-৭ এর একটি টহল দলের ইন্সপেক্টর শহীদের। তিনি শিশুটির কান্না আর বাংলাদেশের ক্রিকেটে আগ্রহ দেখেই পথশিশু পারভেজকে র্যাবের গাড়িতে তুলে নেন। স্টেডিয়ামের ভিতরে নিয়ে তাকে গ্যালারিতে বসিয়ে খেলা দেখার সুযোগ করে দেয়া হয়। ঘটনাটি শুক্রবার বিকেলে জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে।