ডেটাবেজ প্রোগ্রাম কাকে বলে? ডেটাবেজ প্রোগ্রামের উদাহরণ ও বৈশিষ্ট্য।
যে সকল এ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাহায্যে কোন ডেটা লিখে সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুসারে সংরক্ষিত ডেটাকে সাজানো বা কাজে লাগানো যায় তাকে ডেটাবেজ প্রোগ্রাম (Database program) বলে। ডিবেজ (dBase), ফক্সবেজ (Fox base), ফক্সপ্রো (Foxpro) ইত্যাদি ডেটাবেজ প্রোগ্রামের উদাহরণ।
ডেটাবেজ প্রোগ্রামের বৈশিষ্ট্য
ডেটাবেজ প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলো নিচে তুলে ধরা হলোঃ
- ডেটাবেজে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করে তাতে অনেক ডেটাকে সুসংগঠিত করে রাখা যায়।
- ডেটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে কাঙ্ক্ষিত যেকোনো তথ্যকে দ্রুত খুঁজে বের করা যায়।
- বৃহৎ ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে রিপোর্ট তৈরি করে প্রিন্ট করা যায়। রিপোর্টে পছন্দমতো গ্রাফ, চার্ট এবং ছবি সংযোজন করা যায়।
- ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে মেইলিং লেবেল তৈরি করা যায়।
- ডেটাবেজ প্রোগ্রামে ডেটা এন্ট্রি করার সময় যাতে ভুল না হয় সেজন্য ফিল্ডে শর্ত দিয়ে ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করা যায়। একে ইনপুট ভেলিডেশন বলা হয়।