ডাটা সর্টিং বা সাজানো বলতে কি বুঝায়? (Data Sorting in Bangla)
ডাটা সর্টিং বা ডাটা সাজানো বলতে একই শ্রেণিভুক্ত ডাটাকে তাদের মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রম অনুসারে সাজানোকে বুঝায়। ডাটা নিয়ে কাজ করার সময় ডাটাকে সর্টিং করার প্রয়োজন হয়। ডাটাকে দুই ভাবে সর্টিং বা সাজানো যায়। যথা:
- ছোট থেকে বড় মান অনুসারে : এভাবে সাজানোকে বলে Ascending Order বা ঊর্ধ্বক্রম সাজানো। যেমন- ১, ৩, ৪, ৬, ৭, ৮।
- বড় থেকে ছোট মান অনুসারে : এরকমভাবে সাজানোকে বলে Describing Order বা অধঃক্রম সাজানো। যেমন- ৮, ৭, ৬, ৪, ৩, ১।