নিবৃত্তি বিভব কাকে বলে? সনোমিটারের ব্যবহার লিখ।
নিবৃত্তি বিভব কাকে বলে?
উত্তর : ফটো তড়িৎ ক্রিয়ার যান্ত্রিক ব্যবস্থায় ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে যে নূন্যতম ধনাত্মক বিভব দিলে আলোক তড়িৎ প্রবাহমাত্রা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়, সেই বিভবকে নিবৃত্তি বিভব বলে।
সনোমিটারের ব্যবহার লিখ।
উত্তর : টানা তারের সূত্রগুলো ব্যাখ্যা করতে সনোমিটার ব্যবহার করা হয়। সনোমিটার তৈরি করা হয় প্রায় এক মিটার লম্বা একটি তার একটি আয়তকার ফাঁপা বাক্সের ওপর আটকিয়ে। সনোমিটারে একটি মাত্র তার ব্যবহৃত হয় বলে একে মনোকর্ড বলা হয়।