বাংলাদেশ
1 min read

পদ্মা সেতুর টোল প্লাজায় ৩ দাবি নিয়ে মানববন্ধন

শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত সড়কটি চার লেন, টোলের টাকা কমানো, টোল প্লাজার নাম পরিবর্তনসহ তিন দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুরের কয়েক শ মানুষ। আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে পদ্মা সেতু জাজিরা টোল প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভালোবাসার মূল্যায়ন চাই শরীয়তপুরের উন্নয়ন চাই ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পদ্মাপারের মানুষ, বাপ-দাদার ভিটামাটি ছেড়েছি পদ্মা সেতুর জন্য। এ সেতু পার হয়ে বিভিন্ন জেলার মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারলেও আমাদের উপকার হচ্ছে না। কারণ আমাদের রাস্তা সরু হওয়ায় পদ্মা সেতু পার হয়ে জেলা শহরে যেতে দুই থেকে তিন ঘণ্টা সময় বেশি লাগছে। এছাড়া পদ্মা সেতু দিয়ে ঢাকা যেতে যে গাড়ি ভাড়া ধরা হয়েছে, তা অনেক বেশি। পাশাপাশি চার লেনের রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে করা হোক।

এ সময় প্ল্যাকার্ড হাতে কয়েক শ মানুষ মানববন্ধনে অংশ নেয়। প্ল্যাকার্ডে ‘নাওডোবা প্লাজা দেখতে চাই’, ‘রাস্তাঘাট কালভার্ট চাই’, ‘ভালোবাসার মূল্যায়ন চাই’, ‘শরীয়তপুরের উন্নয়ন চাইসহ’ বিভিন্ন বিষয় লেখা ছিল।

Rate this post