দিন দিন মানুষের আকার ছোট হয়ে যাচ্ছে কেন?
দিন দিন মানুষের আকার ছোট হয়ে আসতেছে কেন?
২০০০ বছর পূর্বের মানুষের আকার যেমন ছিল, বর্তমানে মানুষের আকার তেমন নাই কেন?
এর কারণ কি?
উত্তরঃ আপাতত বাতাসে অক্সিজেনের পরিমাণ কম সেজন্য। মেসোজয়িক যুগে অক্সিজেনের পরিমাণ ছিল প্রায় ৩৫% এখন অক্সিজেনের পরিমাণ ২১%। বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকা অনেকটা নির্ভর করে কিট-পতঙ্গ এবং প্রাণীর গ্রোথ এর উপর। কারণ বেশি অক্সিজেন থাকলে বিভিন্ন প্রাণি অর্গান ও কোষ বেশি অক্সিজেন পাই। আর বেশি অক্সিজেন মানে বেশি শক্তি ও বেশি গ্রোথ। যেমন একজন স্বাভাবিক মানুষের তুলনায় একজন লম্বা মানুষের অক্সিজেনের চাহিদা বেশি এবং ফুসফুসের আকারও বড় হয়ে থাকে।