WAN এর পূর্ণরূপ হচ্ছে– Wide Area Network। দেশজুড়ে বা পৃথিবীজুড়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN। অর্থাৎ MAN নেটওয়ার্কের সমষ্টিকে WAN নেটওয়ার্ক বলে। যেমন– World Wide Web (WWW), ইন্টারনেট (Internet) ইত্যাদি।
এই ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, বেতার তরঙ্গ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তথ্য আদান প্রদানের জন্যে এই ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়।

WAN এর বৈশিষ্ট্যঃ

  • বিভিন্ন তথ্য, পত্র-পত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ও ব্যবহার করা যায়।
  • বিশ্বের যে কোন স্থান থেকে ই-মেইল পাঠানো যায়।
  • ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বাের্ড তৈরি করা যায়।
  • অনলাইন শপিং করা যায়।
  • ক্লাউড কম্পিউটিং সুবিধা পাওয়া যায়।
  • কম খরচে বিশ্বের যে কোন স্থানে ভয়েস ও ভিডিও যােগাযােগ করা হয়।
  • সর্বোপরি, সমগ্র নেটওয়ার্ক বিশ্বকে টেবিলে বসে প্রত্যেক্ষ করা যায়।
2.4/5 - (7 votes)

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.